cash4ubd
  Home
 

ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদহারণসরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা
< আমি এখানে কয়েকটি ওয়েবসাইট দিলাম আপনারা এর মাধ্যমে
আমি আলোচনা করব উপরের ৩টি লিং নিয়ে।  কিভাবে শুরু করবেন তা আমি বলে দিচ্ছি।

উপরের ৩ টি ওয়েবসাইট ই হল ফরেক্স ফোরাম সাইট, এই ফোরাম সাইটে আপনি প্রতি পোষ্টের জন্য বোনাস পাবে (ডলার) ,

নিয়মনীতি
১/ কপি পেষ্ট করা যাবে না
২/ একই আইপিতে কাছাকাছি নামের কোন একাউন্ট থাকতে পারবে না।

 কিভাবে আয় করবেন
১/ www.forexpeoples.com এ আপনি প্রতি পোষ্টের জন্য পাবেন ০.৩০ ডলার , প্রতি রেফারেল  এর জন্য পাবেন ০.১০ ডলার।

২/
www.indian-forex.com এ আপনি প্রতি পোষ্টের জন্য পাবেন ০.৩০ ডলার , প্রতি রেফারেল  এর জন্য পাবেন ০.১০ ডলার।

৩/
www.forum.mt5.com এ আপনি প্রতি পোষ্টের জন্য পাবেন ০.২০ ডলার , প্রতি রেফারেল  এর জন্য পাবেন ০.১০ ডলার।

কিভাবে অর্থ উত্তোলান করবেন

১/
www.forexpeoples.com  এর আয়কৃত টাকা  www.liteforex.com এ পাঠানো যায়।

২/
www.indian-forex.com এর আয়কৃত টাকা www.instaforex.com এ পাঠানো যায়।
৩/
www.forum.mt5.com র আয়কৃত টাকা  www.instaforex.com এ পাঠানো যায়।

আপনার পাঠানো টাকা দিয়ে আপনি ফরেক্স করে আয় হলে তা আপনি উত্তোলন করতে পারবেন।
১০০% গ্যারান্টি ও সহজ আয়ের মাধ্যম
 
ফরেক্স স্কুল থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ও ফরেক্স শিখতে পারবেন
বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন।
 
  Today, there have been 2 visitors (3 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free